Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সার্কেলকার্যালয়ঃ-

১।     উপর্যুক্ত সময়সীমার মধ্যে কোন বিষয় নিস্পত্তি করা সম্ভব না হলে, তা ঐ সময়সীমার মধ্যে আবেদনকারীকে কী কারণে ও আর কতদিন সময় লাগবে তা জানাতে হবে।

২।     আবেদনকারী উর্পযুক্ত কর্তৃপক্ষের পরিবর্তে  অন্যত্র আবেদন করলে তার আবেদন উর্পযুক্ত সময়ের মধ্যে যথোপযুক্ত কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে আবেদনকারীকে জানাতে হবে।

      ৩।    তথ্যসরবরাহের ক্ষেত্রে প্রচলিত বিধিমালা অনুসরণ করতেহবে।

৪।     সংশ্লিষ্ট কার্যালয়ের এখতিয়ার বহিভূত এলাকা বিষয় সম্পর্কীয় তথ্য প্রাপ্তির আবেদন/অভিযোগ ইত্যাদি ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তি/ব্যক্তি বর্গ দের করণীয় সম্পর্কে জানিয়ে দিতে হবে।

 

নাগরিক অধিকার সংরক্ষণ কাজে অধিদপ্তরীয় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

 

তত্ত্বাবধায়ক প্রকৌশলী

ঢাকা সার্কেল,

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর,

১৪নং শহীদ ক্যাপ্টেন মনসুর আলীসরণী, কাকরাইল, ঢাকা।

ফোনঃ৯৩৪৩৩৭১

অথবা, আরো তথ্যের জন্য: misgis@dphe.gov.bd